Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির গুলিতে অস্ত্র ফেলে পালাল চোরাকারবারি দল


১৫ জানুয়ারি ২০১৯ ১৫:১২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৫:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী : রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ফাঁকা গুলিতে ভারতীয় চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে জেলার চারঘাট উপজেলার চর মমতার কলাবাগান সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার মধ্যরাতে বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের নিচে পদ্মা নদীর চর মমতার কলাবাগান সীমন্তি এলাকায় টহল দিতে যায়। এসময় ভারত থেকে অবৈধভাবে ৪-৫ জনের একটি চোরাকারবারির দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালায়। বিজিবি ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে এতে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা অস্ত্র-গুলি ফেলেই পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

চোরাকারবারি বিজিবি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর