‘সংলাপ’ বলছেন এইচ টি ইমাম, কাদের বললেন ‘শুভেচ্ছা’
১৫ জানুয়ারি ২০১৯ ১৫:১৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৫:৪৮
।। মীর মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সংলাপ করবেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। নতুন করে নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের একথা বলেন এইচ টি ইমাম।
এইচ টি ইমাম বলেন, ‘প্রধানমন্ত্রী তো সকলের। তাকে অবশ্যই সকলেই মেনে নেবে এবং সহযোগিতা করবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আবার একটি সংলাপ করবেন। আগের সংলাপে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তিনি আমন্ত্রণ করবেন। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা বলে যে কথাটি বলা হচ্ছে, তা অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর।’
আরও পড়ুন: সংলাপ নিয়ে সুর পাল্টালেন কাদের
ঐক্যফ্রন্টকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘নতুন নির্বাচন বাস্তবে সম্ভব নয়। এখন বাস্তবতা মেনে নিয়ে সকলে সহায়তা করেন। আমাদের দিক থেকে আমরা পাঁচজন উপদেষ্টা, সরকারের মন্ত্রিপরিষদে যারা আছেন সকলেই সকলের সহায়তা চাই। মাননীয় প্রধানমন্ত্রী বললে, আমরা অন্যদের সঙ্গে (বিরোধী রাজনৈতিক দল) কথাও বলবো। আপনারা (ঐক্যফ্রন্ট) আসুন বাংলাদেশ তো সকলের, দেশকে গড়ে তুলি।’
আরও পড়ুন: আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী: কাদের
একই দিন দুপুরে ধানমন্ডি ২৭ এ হোয়াইট হল কনভেনশন সেন্টারে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপ প্রসঙ্গে বলেন, ‘তিনি শনিবার আওয়ামী লীগের যৌথসভায় সংলাপ শব্দটিই উচ্চারণ করেননি! অডিও-ভিডিও ক্লিপ আছে দাবি করে সংলাপের অবতারণের জন্য সাংবাদিকদের ‘মনগড়া খবর’কে দায়ি করেন।’
সংলাপ নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন, ‘সংলাপ’ শব্দটি আসলো কোথা থেকে? সংলাপ নিয়ে আমরা তো কিছু বলিনি!
এজন্য মনগড়া খবরকে দায়ি করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন, সংলাপ নিয়ে আমরা তো কিছু বলিনি। কেউ যদি মনগড়া খবর পরিবেশন করেন তাহলে তো কিছু করার নেই। আমি যে বক্তব্য রেখেছি তার অডিও ভিডিও ক্লিপ রয়েছে, সেখানে সংলাপের কোনো বিষয় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী জোট সব মিলিয়ে মোট ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন সেই দলগুলোর নেতৃবৃন্দকে আমাদের নেত্রী আবারো গণভবনে আমন্ত্রণ জানাতে চান, শুভেচ্ছা বিনিময়ের জন্য।
নিজের অবস্থান পরিস্কার করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেননি। আমি বলেছি, তিনি আমন্ত্রণ জানাবেন। আমি তো সংলাপের কথা বলিনি! কাজেই এ শব্দটি কোথা থেকে এলো আমি জানি না।
রোববার দিনভর রাজনৈতিক অঙ্গনে আলোচিত ইস্যু নির্বাচন উত্তর সংলাপে বসার জন্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক পাচ্ছে একাদশ জাতীয় নির্বাচনের আগে সংলাপে বসা ৭৫টি দল ও তার নেতারা। পরদিন সোমবার সকালে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব শর্ত জুড়ে দিয়ে বলেন ‘আলোচনা হতে হবে নির্বাচন ইস্যুতে’। ঘন্টা কয়েকের ব্যবধানে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক বলেন, সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাবেন নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া দলগুলো। এ নিয়েই তৈরি হয় ধ্রুমজাল।
সারাবাংলা/এমএমএইচ/জেএএম