Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ দূর করা হবে


১৫ জানুয়ারি ২০১৯ ১৪:৫১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৫:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক সমাজের উদ্বেগ দূর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। একইসঙ্গে ভূঁইফোড় অনলাইন মিডিয়াকে নিয়ন্ত্রণে আনতে দ্রুত নীতিমালা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার ( ১৫ জানুয়ারি)  চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব জানান তথ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা অন্যান্য যে কোন আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে তা  নিরসন করার লক্ষ্যে আমি আমি কাজ করব।

ভূঁইফোঁড় ‘অনলাইন মিডিয়ার’ লাগাম টানতে পদক্ষেপের কথা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়। কিন্তু এটি যাতে সঠিকভাবে, নিয়ম-নীতির মধ্যে চলে, সেই কাজটি করা হচ্ছে আমাদের লক্ষ্য।

‘অনেকে ঘরে বসে অনলাইন চালু করে ফেলেছে। অনলাইনের জন্য একটি নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের জন্য যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে, তখন ভূঁইফোড় অনলাইন বন্ধ হয়ে যাবে, কমে যাবে।’

অনলাইন টেলিভিশনেরও লাগাম টেনে ধরার ব্যবস্থা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যে কেউ একটা অনলাইন টেলিভিশন খুলে ফেলবে অনুমোদন ছাড়া, সেটি হতে পারে না। ক্যামেরা যখন সামনে ধরে, তখন কেউ বুঝতে পারবে না যে এটি আসল টেলিভিশন নাকি অনলাইন টেলিভিশন। প্রচুর অনলাইন টেলিভিশন হয়ে গেছে।যা-ই হোক, অনলাইন টেলিভিশনগুলোকেও নিয়মের মধ্যে আনার প্রক্রিয়া চালু হয়ে গেছে। সময় লাগবে। সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শ লাগবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করেই আমরা ঠিক করব।

বিজ্ঞাপন

নবম ওয়েজবোর্ড যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টেলিভিশনে ওয়েজবোর্ড নাই। টেলিভিশন সাংবাদিকরাও যাতে ওয়েজবোর্ডের আওতায় আসেন, সেটা নিয়ে আমরা কাজ করব। আবার ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে কেউ যদি সেটা না করে, সেটা আমরা তদারক করব।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর  এই প্রথম জন্মস্থান চট্টগ্রামে আসা  মন্ত্রী বলেন, চট্টগ্রাম টেলিভিশনের সম্প্রচারকাল ১২ ঘন্টায় উন্নীত করা হবে । চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র এখন ৬ ঘন্টা সম্প্রচার করছে। আমি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি, এটিকে ১২ ঘন্টায় উন্নীত করার জন্য। কয়েক মাস সময় লাগবে।

মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী  উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/জেডএফ

ডিজিটাল নিরাপত্তা আইন হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর