Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক বাধা মোকাবিলায় ঢাকাকে সহায়তা করতে চায় টোকিও


১৫ জানুয়ারি ২০১৯ ১৪:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ঢাকা সফররত জাপানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী তোসিমিতু মোটেজি বলেছেন, সামাজিক বাধা মোকাবেলায় ঢাকাকে সহায়তা করতে চায় টোকিও। পাশাপাশি প্রযুক্তি খাতের ডিজিটাইজেশন কর্মসূচিতেও পাশে থাকতে চায় দেশটি।

জাপানের ঢাকা মিশন থেকে মঙ্গলবার (১৫ জাানুয়ারি) এক বার্তায় এই তথ্য জানানো হয়। এদিন সকালে তোসিমিতু মোটেজজি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

উল্লেখ্য, দুইদিনের সফরে জাপানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা আসেন। তোসিমিতু মোটেজি সফরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তোসিমিতু মোটেজির ঢাকা সফর সম্পর্কে জাপানের ঢাকা মিশন জানায়, আগামী দিনে জাপান বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগে গুরুত্ব দিবেন তা চিহ্নিত করতেই তোসিমিতু মোটেজি’র এই সফর। বাংলাদেশের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করতে চায় জাপান।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, জাপান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কীভাবে কাজ করবে, কোথায় কোথায় বিনিয়োগ করা যায়, কীভাবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো যায়, এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের মন্ত্রী তোসিমিতু মোটেজি আলোচনা করেছেন।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

জাপান-বাংলাদেশ তোসিমিতু মোটেজজি