Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্ঘটনায় ক্ষতিপূরণসহ নাবিকদের সব ধরণের সহযোগিতা দেবে সরকার’


১৫ জানুয়ারি ২০১৯ ১৪:১৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৪:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাহাজে চাকুরিরত নাবিকদের যেকোনো দুর্ঘটনায় ক্ষতিপূরণসহ সব ধরণের সহযোগিতা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাজধানীর নৌ-পরিবহন অধিদফতরের সভাকক্ষে চীন সাগরে জাহাজ ডুবিতে নিহত নাবিকদের পরিবারের মাঝে চেক দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মৃত নাবিকদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আপনাদের মানবিক বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। তিনি তাদেরকে শোক কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ৬ জানুয়ারি চীনের উত্তর পূর্ব সাগরে চীনের মালবাহী জাহাজ এম ভি ক্রিস্টাল এর সাথে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানীর মালিকানাধীন জাহাজ এম টি সানচির সাথে সংঘর্ষে এম টি সানচি জাহাজে আগুন ধরে যায় এবং এর ফলে জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। ওই সময় জাহাজে ৩০ জন ইরানিয়ান নাবিক এবং ২ জন বাংলাদেশী নাবিক মারা যান।

সারাবাংলা/এইচএ/জেএএম

জাহাজ দুর্ঘটনা নাবিক নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর