Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা’র নির্বাহী সম্পাদক মাহমুদ মেননের বাবা মারা গেছেন


১৫ জানুয়ারি ২০১৯ ০৮:১৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৬:১২

।। সারাবাংলা ডেস্ক ।।

সারাবাংলা ডট নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খানের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত ভোর রাত ৪টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাবিবুর রহমান খানের বয়স হয়েছিল ৭৮ বছর।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মস্তিষ্কে রক্তক্ষরনজনিত জটিলতায় হাবিবুর রহমান খানকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার আসরের নামাজের পর বরিশাল সদর চড়বাড়িয়া বোর্ড স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চার মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হাবিবুর রহমান খান। তার বড় ছেলে আহম্মদ পারভেজ খান ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক। হাবিবুর রহমান খান স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইনসপেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করার পর অবসর জীবন যাপন করছিলেন।

হাবিবুর রহমানের মৃত্যুতে শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বস্ত্র ও পাঠ মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, গাজী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মোর্তজা, গাজী গ্রুপের পরিচালক এবং দৈনিক সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, সারাবাংলা ও জিটিভির এডিটর-ইন-চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং সারাবাংলার ব্যবস্থাপনা সম্পাদক এ এস এম রফিকউল্লাহ।

হাবিবুর রহমানের মৃত্যুতে সারাবাংলা ডট নেট এবং দৈনিক সারাবাংলা পরিবার গভীর শোক প্রকাশ করছে।

সারাবাংলা/আরএ/এসএমএন/পিএম

মাহমুদ মেনন খান হাবিবুর রহমান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর