Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যামাজনের ক্লাউড সার্ভারে ২ কোটি চীনা সিভি ফাঁস


১৫ জানুয়ারি ২০১৯ ০৬:৪৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৯:৫০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অ্যামাজনের ক্লাউড সার্ভারে থাকা দুই কোটি চীনা নাগরিকের সিভির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। অনলাইন নিরাপত্তা বিষয়ক সংস্থা হ্যাকেনপ্রুফ জানিয়েছে, নাগরিকদের নাম, মোবাইল ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, শিক্ষা ইতিহাস ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। খবর বিবিসির।

হ্যাকেনপ্রুফ জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যগুলো সুরক্ষার ক্ষেত্রে পূর্বে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এগুলো একাধিক চীনা কর্মসংস্থান বিষয় সাইট থেকে সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে।

হ্যাকেনপ্রুফের গবেষণা বিষয়ক পরিচালক বব ডিয়াচেনকোর এক ব্লগপোস্টে লিখেন, প্রাথমিকভাবে তার ধারণা ছিল, চীনা সাইট বিজেডট৫৮ডটকম থেকে এই তথ্য চুরি করা হয়েছে।

তবে এক বিবৃতিতে সাইটটি বলেছে, তাদের কাছ থেকে কোন তথ্য চুরি হয়নি। সাইটটি বলেছে, আমরা আমাদের পুরো তথ্যভাণ্ডার খুঁজে দেখেছি ও অন্যান্য স্টোরেজও খতিয়ে দেখেছি। আমাদের কাছ থেকে কোন তথ্য ফাঁস হয়নি। কোন তৃতীয় পক্ষ তথ্য ফাঁস করেছে। তারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করেছে।

ডিয়াচেনকো এক টুইটের মাধ্যমে তথ্য ফাঁসের বিষয়টি টুইটারে প্রকাশ করার কিছুক্ষণের মধ্যেই অ্যামাজনের ক্লাউড সার্ভার থেকে তথ্যগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু বিশ্লেষকরা জানিয়েছেন, সরিয়ে নেওয়ার আগে অন্তত ১২ বার তথ্যগুলো কপি করা হয়েছে।

চীনা নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা এই প্রথম নয়। চলতি মাসের শুরুতে ৫০ লাখ রেল ভ্রমণকারীর তথ্য চুরির দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেইজিং পুলিশ।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর