Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাস্টম হাউজ ঘেরাও কর্মসূচি স্থগিত, তদন্ত কাল


১৪ জানুয়ারি ২০১৯ ২১:১৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০০:৩৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুই দিনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ঢাকা কাস্টম হাউজের ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশিনের সদস্যরা।

সোমবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা কাস্টম হাউজের কমিশনার ও এজেন্টদের মধ্যে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হ্যান্ড মাইকে উপস্থিত এজেন্ট ও কর্মকর্তাদের এই তথ্য জানিয়ে দেওয়া হয়।

এর আগে, বিকেল ৪টা থেকে ভবনটি ঘেরাও করে রাখেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সারাবাংলাকে বলেন, দুপুর ২টার দিকে বারি এন্টারপ্রাইজ নামে একটি কাস্টমস এজেন্ট প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমান ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মাহবুবের কক্ষে যান। সেখানে এই কাস্টম কর্মকর্তা পণ্যের ভ্যালুয়েশন কম হয়েছে অভিযোগ করে আনিসুর রহমানকে মারধর করেন। এরপর বিকেল ৪টা থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মকর্তারা পুরো কাস্টমস হাউজ অবরুদ্ধ করে রাখেন।

পরে কাস্টমস হাউজের ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের কারণে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার ও এজেন্টদের মধ্যে বৈঠক হয়। সেখানে সিদ্দান্ত হয় যে, মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিষয়টি তদন্ত করে দেখা হবে। বুধবার (১৬ জানুয়ারি) আবার বৈঠক হবে। সে হিসেবে দুইদিন ঘেরাও কর্মসূচি স্থগিত করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এদিকে, কাস্টম হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এয়ারফ্রেইট ইউনিটে সংঘটিত সিঅ্যান্ডএফ এজেন্টের নমুনা জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে কাস্টম হাউজে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে। একটি দুষ্ট চক্র এ ঘটনাকে আড়াল করার অসৎ উদ্দেশ্যে এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরির অপচেষ্টার অংশ হিসেবে কাস্টমস কর্মকর্তার হাতে সিঅ্যান্ডএফ এজেন্টের মারধরের গুজব রটায়। উত্তেজিত কর্মচারীরা কাস্টম হাউজের তৃতীয় তলায় হামলা ও ভাঙচুর চালায়। সরকারি সম্পদ রক্ষায় তাদের প্রতিহত করতে গিয়ে কাস্টম হাউজের দুই কর্মচারী সামান্য আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, সন্ধ্যায় ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা কাস্টমস এজেন্ট কর্মচারী ইউনিয়ন, স্থানীয় পুলিশ প্রশাসনসহ কমিশনার, কাস্টম হাউজ ঢাকার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংঘটিত ভাঙচুর ও মিছিলের ঘটনায় দুই অ্যাসোসিয়েশনই দুঃখপ্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর অঙ্গীকারও করে দুই সংগঠন

আরো পড়ুন-

কর্মকর্তার ‘অসৌজন্যমূলক’ আচরণ, ঢাকা কাস্টম হাউজ ঘেরাও

সারাবাংলা/জেএ/এসজে/এসএমএন

কাস্টম হাউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর