Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ আশরাফের আসনে ভোটের সিদ্ধান্ত হয়নি


১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৯:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আইনি জটিলতার কারণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদ্যপ্রয়াত সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনের তফসিল নির্ধারণেরর বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ জানুয়ারি) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান।

তিনি বলেন, কিশোরগঞ্জ-১ আসনে সাবেক জনপ্রশাসনমন্ত্রী এবং সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ইন্তেকাল করেছেন। তিনি যেহেতু শপথ গ্রহণ করেননি, কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, তাই এখানে আইনি জটিলতা আছে।

সচিব বলেন, সংসদ সচিবালয় থেকে বিষয়টি অবহিত হওয়ার পর এ আসনে তফসিল ঘোষণা করা হবে। সুতরাং এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

উল্লেখ্য, ফুসফুসে ক্যানসারের কারণে গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগেই গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার মরদেহ ৫ জানুয়ারি দেশে নিয়ে আসার পর ৬ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

কিশোরগঞ্জ-১ আসনের টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফ। তিনি জাতীয় চার নেতার অন্যতম ও মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর