Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মন্ত্রিসভার বৈঠক ২১ জানুয়ারি


১৪ জানুয়ারি ২০১৯ ১৫:১৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রিত্ব পেয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী হয়েছেন ১৯ জন। এছাড়া তিনজনকে উপমন্ত্রী করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মহাজোট ২৮৮ আসন পেয়েছে। তবে এবার মন্ত্রিসভায় জোট থেকে কোনো সদস্যকে রাখা হয়নি।

সারাবাংলা/এইচএ/একে

কেবিনেট বৈঠক নতুন মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর