Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্লামেন্টে কড়া নাড়ছে ‘ব্রেক্সিট’ ভোট


১৪ জানুয়ারি ২০১৯ ১৪:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আগামীকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত ‘ব্রেক্সিট চুক্তিতে’ ভোটগ্রহণ। ব্রিটিশ এমপিরা ভোটের মাধ্যমে থেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাব গ্রহণ অথবা বর্জন করবেন।

এদিকে, স্টোক শহরে এক ভাষণে সোমবার ব্রেক্সিটের সম্ভাব্য বিপর্যয় নিয়ে কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার প্রস্তাবিত চুক্তি সমর্থনের জন্য এমপিদের প্রতি শেষ আহ্বান জানাবেন।

এর আগে, পার্লামেন্টে প্রত্যাখ্যাত হবার সম্ভাবনায় থেরেসা মে সতর্ক করে বলেন, গণভোটের প্রতি সম্মান দেখাতে ব্রেক্সিট চুক্তির বাস্তবায়নের বিকল্প নেই। পার্লামেন্ট তাকে সমর্থন না করলে ‘নো ডিল’ ব্রেক্সিট নয় বরং ব্রেক্সিটের পথটাই রুদ্ধ করার মতো হবে।

মে আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার ওপর ব্রিটিশ জনগণের শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে। তা রক্ষা করতে না পারলে রাজনীতিবিদদের ক্ষতি।

এদিকে লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, থেরেসা মে ব্রেক্সিট প্রস্তাবে হেরে গেলে তার দল আগাম নির্বাচন চাইবে। এটা হবে খুব শীঘ্রই।

আরও পড়ুন:  ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করলে কী হবে?

উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়বে ব্রিটেন। এই সময়ের মধ্যে ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন না পেলে কোন রকম চুক্তি ছাড়াই (নো ডিল) ব্রেক্সিট কার্যকর করা হবে। পার্লামেন্টে ব্রেক্সিট প্রত্যাখান করলে, মে আরও তিনদিন সময় পাবেন বিকল্প ব্রেক্সিট চুক্তি বা ‘প্ল্যান বি’ এমপিদের কাছে উপস্থাপন করার। এক্ষেত্রে মে আবারও ব্রাসেলসে ইইউ নেতাদের সাথে আলোচনা করতে পারেন।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে ব্রেক্সিট বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির হবার কথা থাকলেও মে তা স্থগিত করেন।

সারাবাংলা/এনএইচ

থেরেসা মে ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট ভোটগ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর