নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে সংলাপে বসবে ঐক্যফ্রন্ট
১৪ জানুয়ারি ২০১৯ ১৪:১৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:০৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিলেট: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে বসার বিষয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছিলাম। কিন্তু সে সংলাপ অর্থবহ হয়নি। প্রধানমন্ত্রী আবার সংলাপে বসার কথা জানিয়েছেন। এজেন্ডায় যদি নির্বাচন বাতিলের প্রসঙ্গ থাকে তাহলে আমরা সংলাপ নিয়ে চিন্তাভাবনা করব।’
আরও পড়ুন: আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের সঙ্গে আবারও সংলাপ হওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের রোববার (১৩ জানুয়ারি) বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়েছে, আমাদের নেত্রী গতকাল আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন যে, যাদের সঙ্গে সংলাপ হয়েছে, তাদের আমন্ত্রণ করবেন।’
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং নেতাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে আমরাও সবাই একমত, যারা সংলাপ এসেছিলেন তাদের আবারও নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। সেটা খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’
জামায়াত নিয়ে ড. কামালের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত নিয়ে কামালের বক্তব্য গণফোরামের। এটি ঐক্যফ্রন্টের বক্তব্য নয়।’
আরও পড়ুন: সংলাপের আহ্বানকে ড. কামাল স্বাগত জানালেও বিএনপিতে নানা মত
মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিজেদের মধ্যে এ নিয়ে এখনও কোনো আলাপ-আলোচনা করিনি।’
উপজেলা নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, উপজেলা নির্বাচনে এলে তো সরকার পরিবর্তিন হয় না। কাজেই এটি নিয়ে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
প্রসঙ্গত, ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা দিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে গেছেন।
সারাবাংলা/একে