‘নিয়ম অমান্য করে কেউ ভবন নির্মাণ করতে পারবে না’
১৪ জানুয়ারি ২০১৯ ১৩:০৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:৪১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: নিয়ম অমান্য করে কেউ ঢাকা শহরে ভবন নির্মাণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
নিজ দফতরে এক ব্রিফিংয়ে তিনি সোমবার (১৪ জানুয়ারি) এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকায় কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলোর তথ্য হালনাগাদ করা হবে। এরপর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে মালিকদের চিঠি দেওয়া হবে। তারপরও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা হলে রাজউক ব্যবস্থা নেবে।
শ ম রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন আইনি জটিলতায় গৃহায়ণ ও গণপূর্তকে বর্তমানে আট হাজার মামলা লড়তে হচ্ছে। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেব।’
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা বেআইনি কিছু করব না। আইনের ঠুনকো অজুহাতে কেউ বেআইনি কাজ করবে তা হতে দেব না। আমি আইনের লোক।’
তিনি বলেন, ‘আমরা ওয়ানস্টপ সার্ভিস চালু করব। জালিয়াতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজউকের সঙ্গে ১১টি প্রতিষ্ঠান সমন্বয় করে কাজ করে তারা যাতে দুর্নীতি করতে না পারে সে জন্য আমরা কঠোর ব্যবস্থা নেব।’
রাজধানীতে কী পরিমাণ ঝুঁকিপূর্ণ ভবন আছে জানতে চাইলে তিনি বলেন, ‘তা এক মাস পর জানা যাবে। যত বড় নামিদামি ব্যক্তি হোক না কেন, তাদের ঝুঁকিপূর্ণ কোনো ভবন থাকলে তা ভেঙে ফেলা হবে।’
সারাবাংলা/এএইচএইচ/একে