চার সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসছে ইসি
১৪ জানুয়ারি ২০১৯ ১২:১৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৪:০৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: কিশোরগঞ্জ-১ আসনের শূন্য পদ, সংরক্ষিত নারী আসনের তফসিল ও পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিকেলে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এছাড়াও, বৈঠকে অন্যান্য কমিশনারসহ ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কমিশনের প্রথম বৈঠক হতে যাচ্ছে আজ। বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, কিশোরগঞ্জ-১ শূন্য আসন, সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামীলীগের স্মারকলিপি।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হওয়ায় কিশোরগঞ্জ-১ আসন নিয়ে তফসিলের সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে বিজয়ী হলেও শপথ নেওয়ার আগেই মারা যান। সৈয়দ আশরাফ দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে ভুগেছিলেন, গত ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন তিনি মারা যান।
সারাবাংলা/জিএস/জেএম