Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


১৪ জানুয়ারি ২০১৯ ১১:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঢাকা: শরীয়তপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আকন (৪০) ও রাসেল হাওলাদার (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুই যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আকন মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমণি গ্রামের সিকান্দার আকনের ছেলে ও রাসেল হাওলাদার মাদারীপুর রাজৈর থানার চাপাতলী গ্রামের মৃত আরশাদ আলী হাওলাদারের ছেলে।

শরীয়তপুর পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ দেওভোগ এলাকায় রাত আড়াইটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর ও রাসেল ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সারাবাংলা/একে

বন্দুকযুদ্ধ শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর