Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পাওয়া গেল লায়ন এয়ারের ‘ভয়েস রেকর্ডার’


১৪ জানুয়ারি ২০১৯ ১১:২৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১১:৪৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা বিধ্বস্ত লায়ন এয়ারের ভয়েস রেকর্ডার খুঁজে পেয়েছে। ফলে বিমানটি বিধ্বস্ত হবার মূল কারণ জানা সহজ হবে। এর আগে, বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হলেও মূল বিমান নিখোঁজই থেকে যায়। খবর বিবিসির।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দুইজন পাইলট ও ছয়জন কেবিনক্রুসহ ১৮৯ জন যাত্রীসহ ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারওয়েজের বোয়িং-৭৩৭ সিরিজের ম্যাক্স ৮ মডেলের একটি বিমান সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনায় কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

দেশটির ট্রান্সপোর্ট সেফটি কমিটির ডেপুটি চিফ হারাই সাতমিকো বলেন, ককপিট ভয়েস রেকর্ডারের (সিভিআর) পাওয়া গেছে। তবে এখনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: উদ্ধার হলো লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স

ইন্দোনেশিয়ার নেভির মুখপাত্র অং নগরোহো বলেন, সমুদ্রের তলদেশে ২৬ ফুট গভীরে কাদামাটিসহ এটির অবস্থান জানা যায়।

ভয়েস রেকর্ডার-এর মাধ্যমে বিমানের পাইলট ও গ্রাউন্ড কন্ট্রোলারের শেষ কথোপকথন জানা যাবে। এছাড়া, ব্ল্যাকবক্সের তথ্য যাচাই করে বিমান বিধ্বস্ত হবার কারণ জানতে ৬ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাবাংলা/এনএইচ

বিমান বিধ্বস্ত লায়ন এয়ারওয়েজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর