Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পৃথক ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু


১৪ জানুয়ারি ২০১৯ ০৩:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পৃথক ঘটনায় স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) ও শনিবার (১২ জানুয়ারি) উপজেলার দুই গ্রামে এসব ঘটনা ঘটে।

শুক্রবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। মৃত ছাত্রের নাম সৌরভ (১১)। সে বড়ইকান্দি গ্রামের সায়েদজামান নামে এক কৃষকের ছেলে।

শুক্রবার দুপুরে পিতার জন্য খাবার নিয়ে মাঠে গেলে জমি চাষ করতে ট্রাক্টরে উঠে সৌরভ। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে চলন্ত অবস্থায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের ফলা তার পেটে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রবিবার (১৩ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সৌরভ।

অপর ঘটনায় শনিবার কামালপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামে বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ভ্যান যাত্রী সুমাইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত সুমাইয়াকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করার পর রাতে তার মৃত্যু হয়।

সুমাইয়া বোহাইল ইউনিয়নের লক্ষিকোলা চরের সুজন মিয়ার মেয়ে। চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুল মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ট্রাক্টরসহ চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।

সারাবাংলা/ আরএ

দুর্ঘটনা বগুড়ায় দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর