হাতিয়ায় জিপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৫
১৩ জানুয়ারি ২০১৯ ২২:৪১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ২২:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী জিপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম রাফুল (২৫) ও মো. ইউছুফ (২৮) নামের দু’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জিপ গাড়ির পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রোববার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ওছখালী তমরুদ্দি সড়কের খবির মিয়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম রাফুল হাতিয়া উপজেলার চর কৈলাশ গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে এবং মো. ইউছুফ একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় যাত্রীবাহী একটি জিপ গাড়ি তমরুদ্দি থেকে হাতিয়া উপজেলা সদর ওছখালি আসার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আরিফুল ইসলাম রাফুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক আরোহী মো. ইউছুফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষে জিপ গাড়ির পাঁচ যাত্রীর সবাই আহত হন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
সারাবাংলা/টিআর