Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকসহ সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে


১৩ জানুয়ারি ২০১৯ ১৩:৩৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৫:৪৯

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই তারেক রহমানসহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছি এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: আমাদের চ্যালেঞ্জ হবে সুবিচার নিশ্চিত করা: আইনমন্ত্রী

রোববার (১৩ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটে সহকারী জজদের ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে তিন লক্ষ্য আইনমন্ত্রীর

সাংবাদিকদেন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপিল বিভাগে অপেক্ষমাণ মানবতাবিরোধী অপরাধীদের মামলার শুনানি করার বিষয়টি বিচার বিভাগের ওপর নির্ভর করে। আপনারা সকলেই জানেন যে, বিচারবিভাগ স্বাধীন। আমরা কখনোই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করি না। তবুও আপিলে থাকা মানবতাবিরোধী অপরাধীদের মামলা যেন শুনানির ব্যবস্থা করা হয়, সে বিষয়ে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে আলোচনা করবো।’

আরও পড়ুন: ড. কামালকে এক হাত নিলেন আইনমন্ত্রী

এই প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদ।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

আরও পড়ুন

৩০ বছরের পুঞ্জিভুত মামলার জট নিরসনে কাজ করছি: আইনমন্ত্রী

বিজ্ঞাপন

জনমনে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক তারেক রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর