Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি রেল দুর্ঘটনার ২৪ বছর আজ


১৩ জানুয়ারি ২০১৯ ১০:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

হিলি,দিনাজপুর: আজ ১৩ জানুয়ারি। দিনাজপুরের হিলি ট্রেন দুর্ঘটনা দিবস। ১৯৯৫ সালের (১৩ জানুয়ারি) হিলি রেল স্টেশনে ঘটেছিল ট্রেন দুর্ঘটনা। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মারা যান ২৭ জন। দুর্ঘটনার পর পুঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন অনেকে। তবে আজও আহত ও নিহতের পরিবার পায়নি ক্ষতিপূরণ।

হিলি রেলওয়ে একতা ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, , সেদিন রাত সোয়া ৯ টায় গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নং লোকাল ট্রেনটি ১ নম্বর রেল লাইনে দাঁড়িয়ে ছিল। কর্তব্যরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের দায়িত্বহীনতার কারণে সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিকট শব্দে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ দু’টি বগি দুমড়ে মুচড়ে যায়। হতাহত হয় শতাধিক ব্যক্তি। যদিও সরকারি ভাবে নিহতের সংখ্যা ধরা হয় ২৭ জন। পরের দিন ১৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছুটে আসেন দুর্ঘটনা স্থলে। ঘোষণা দেন নিহত ও আহতদের ক্ষতিপূরণের। গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু ২৪ বছরেও আহত ও নিহতদের অনেক পরিবার পায়নি ক্ষতি পূরণের সেই টাকা। আলোর মুখ দেখেনি তদন্ত কিমিটির প্রতিবেদন।

রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেন খাঁন জানান, হিলি রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় প্রতি বছরের ন্যয় এবারও কালো ব্যাচ ধারণসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর