মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার সম্পদহানি
১৩ জানুয়ারি ২০১৯ ০৫:৪১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৬:০০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর বাজারে আগুন লেগেছে। এতে প্রায় ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক পুড়েছে আরও ৭-৮টি দোকান। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার।
শনিবার (১২ জানুয়ারি) রাত ৮টা দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
শিবচর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ইনচার্জ মতুর্জা ফকির বলেন, ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।
ভস্মীভূত দোকানগুলোর মালিকরা জানান, দোকানগুলোতে চাউল, কম্পিউটার, হার্ডওয়্যার, কসমেটিক্স সামগ্রী ছিলো।
সারাবাংলা/এনএইচ