Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালক ও সহকারীর মৃত্যু


১৩ জানুয়ারি ২০১৯ ০১:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পঞ্চগড়ের বোদা উপজেলার ভীমপুকুরী নামক এলাকায় ট্রাক্টর উল্টে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চালক মনসুর আলম (৩৫) ও চালকের সহকারী (হেলপার) ছত্রিশ চন্দ্র বর্মন (৩৯)। মৃত মনসুর পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকা ও হেলপার ছত্রিশ চন্দ্র বর্মন বোদা উপজেলার ভীমপুকুরী এলাকার বাসিন্দা।

শনিবার (১২ জানুয়ারি) রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, ট্রাক্টরটির চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেললে সড়কের পাশেই উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে হাসপাতালে যান ও পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দেন।

সারাবাংলা/এমএইচআর/এনএইচ

পঞ্চগড় সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর