Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে প্রায় ২ কেজি গাঁজাসহ আটক দুই


১২ জানুয়ারি ২০১৯ ১৭:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

জয়পুরহাট : জয়পুরহাটে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আদর্শগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন, জয়পুরহাট সদর উপজেলার আদর্শগ্রাম পূর্বপাড়া এলাকার মো.আনোয়ার হোসেন (৫০) ও বিল্লাহ এলাকার মো.আবু বক্কর ছিদ্দিক (২৩)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের বলেন, আটক দুইজন দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। আদর্শগ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে বলে দুপুরে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার ও ছিদ্দিককে আটক করা হয়।

ক্যাম্প কমান্ডার আরো জানান, এই দুইজন দীর্ঘদিন ধরেই যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি এরা স্থানীয়ভাবেও বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। অবশেষে শনিবার তারা ধরা পড়লো।

সারাবাংলা/এসবি/এসএমএন

গাঁজা জয়পুরহাট মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর