Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও ‘অ্যাকশনে’ ওবায়দুল কাদের


১২ জানুয়ারি ২০১৯ ১৮:৪০ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৯:৪১

।। সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পরিবহনখাতে শৃঙ্খলা ফেরাতে আবারও অ্যাকশনে নেমেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগেরবারও মন্ত্রী হিসেবে নিজের অ্যাকশন ভঙ্গি দিয়ে জনগণের নজর কেড়েছিলেন তিনি। এবারও ব্যতিক্রম হলো না। নতুন সরকার গঠনের এক সপ্তাহ না যেতেই নেমে গেছেন সড়কে। সামনে দাঁড়িয়ে বাস থামালেন। উঠে গিয়ে খুঁজে বের করলেন অনিয়ম। শুরু করলেন আগের মতোই অ্যাকশন। জানালেন, নতুন সড়ক পরিবহন আইন  এখন থেকেই কার্যকর। এ আইনে গাড়ি মালিককেও ধরা হবে।

বিজ্ঞাপন

শনিবার (১২ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতেওবায়দুল কাদেরকে  দেখা গেলো, নিজের গাড়ি ছেড়ে রাস্তায় গণপরিবহনে উঠতে। তবে যাত্রী হিসেবে নয়, মন্ত্রী হিসেবে। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি চালকের কাছে লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র চেক করলেন। সঙ্গে ছিলেন বিআরটিএ কর্মকর্তারাও। তার তাৎক্ষণিক এ অভিযানে বেশ কয়েকটি গাড়ির অনিময় ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ডাম্পিং জরিমানা করা হয়।

তবে বাসের সাধারণ মানুষকে কষ্ট দিতে নারাজ মন্ত্রী। এ জন্য অভিযানের মাঝখানে পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাদের প্রতি চড়াও হলেন। কেন যাত্রী নামিয়ে ডাম্পিংয়ে দেওয়া হলো গাড়ি, তাও জানতে চাইলেন পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাদের কাছে। বললেন, ‘কোনো গাড়ি ডাম্পিংয়ে দিতে হলে আগে যাত্রীকে যথারীতি গন্তব্যস্থানে পৌঁছে দিতে হবে। তারপরে গাড়ি ডাম্পিংয়ের আনতে হবে।’

আরও জানালেন, মন্ত্রী হিসেবে এবারে তার বড় কাজ হবে সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা আনা। এ কাজে ‘প্রথম রাতে বিড়াল মারার’ ঘোষণা আগেই দিয়েছেন।

সড়ক যোগাযোগে অন্য সবদিক থেকে পদ্মাসেতু ও মেট্রোরেল সফল হলেও আগের বার পরিবহনে বিশৃঙ্খলা তাকে শতভাগ সফলতা দেয়নি বলে জানালেন। এজন্য এবার তার প্রথম ও প্রধান কাজের তালিকায় রেখেছেন পরিবহনে শৃঙ্খলা ফেরানো।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মাঝখানে নির্বাচন থাকায় বিআরটিএ-এর অভিযান স্থগিত ছিল। এর ফাঁকে অনিয়ম বেড়ে গেছে। এখন সড়কে শৃঙ্খলা আনতে মন্ত্রণালয় জোরেশোরে নেমেছে। বিআরটিএ-এর অভিযান নিয়মিত চলবে। এছাড়া আরও জোরদার করতে বিআরটিএকে বলা হয়েছে। তাদের সক্ষমতা বাড়ানো হয়েছে। এখন ১০ জন ম্যাজিস্ট্রেট সড়কে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘এখন আমার নজর থাকবে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক ও মিটারবিহীন সিএনজি-অটোরিকশার দিকে।’

মালিক হোক, চালক হোক, নতুন আইনে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মাঝখানে সরকার নিয়মিত দায়িত্ব পালন করতে পারেনি। নির্বাচনের পর এখন সরকার দায়িত্ব পালনে ভারিক্কি অর্জন করেছে। এখন কার্যক্রমে গতিশীলতা আসবে। সড়ক পরিবহন আইন এখন থেকেই কার্যক্রম শুরু হবে।’

এদিকে, পরিবহন খাত ছাড়াও সড়ক নিরাপদ করতে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এ সপ্তাহের মধ্যে শুরুর ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদের। দেশের সব সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ যে স্থাপনাগুলো সাত দিনের মধ্যে উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এসএ/এমএনএইচ

ওবায়দুল কাদের সড়ক ও সেতুমন্ত্রী সড়কে শৃঙ্খলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর