Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আটক ৫


১২ জানুয়ারি ২০১৯ ১৬:০৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৬:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকায় নয়টি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে পাঁচ শ্রমিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)-এর সদস্যরা। শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের দাবি—আটক হওয়া পাঁচজন পোশাক কারখানায় কাজ করলেও তারা মূলত সন্ত্রাসী।

আজও সড়কে পোশাক শ্রমিকরা

শনিবার (১২ জানুয়ারি) বেলা তিনটায় র‌্যাব-১-এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিরা কোনো কিছু না বুঝেই নয়টি পোশাক কারখানা ভাঙচুরে নেতৃত্ব দিয়েছে। তারা একটি গোষ্ঠীর মদদে পোশাক শিল্পে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। র‌্যাব এ ব্যাপারে সব ধরনের প্রমাণ সংগ্রহ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বের হয়ে আসবে।

যে গোষ্ঠীর কথা বলছেন, সেই গোষ্ঠিটি কোনো রাজনৈতিক দলের কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করা হচ্ছে না। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/ইউজে/এমআই

আটক পোশাক কারখানা ভাঙচুর

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর