Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসে দেখা দেবেন ‘শাহেনশাহ’


১২ জানুয়ারি ২০১৯ ১৩:৫৯

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নতুন বছরের প্রথম ছবি নিয়ে ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে আসবেন শাকিব খান। সিনেমার নাম ‘শাহেন শাহ’। ভালোবাসা দিবসের এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।

‘শাহেন শাহ’ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সারাবাংলাকে এই নির্মাতা জানিয়েছেন তার ছবির কাজ প্রায় শেষ। শেষের কিছু ছোট কাজ শেষ করার বাকি। কয়েকদিনের মধ্যেই অফিশিয়াল মুক্তির তারিখ ঘোষণা দেয়া হবে। ভালোবাসা দিবস আপাতত তাদের লক্ষ্য।

ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। প্রযোজক সূত্রে জানা গেছে ফেব্রুয়ারির ১৫ তারিখে মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। এই তারিখটি মাথায় রেখেই সেন্সর বোর্ডে ছাড়পত্রের আবেদন করবেন প্রযোজক সেলিম খান।

সেলিম খান বলেন, ‘ছবিটির শুটিং শেষ প্রায়, বাকী আছে কেবল তিনটি গানের শুটিং। এ মাসের মধ্যেই গানের কাজ শেষ হবে। এরপর মাসের শেষ দিকে শুরু হবে হল বুকিং।’

শাকিব, ফারিয়া, রোদেলা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরিফ।

সারাবাংলা/টিএস/আরএসও

নুসরাত ফারিয়া মাকিব খান রোদেলা শামীম আহমেদ রনি শাহেনশাহ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর