Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নাকচ কাদেরের


১২ জানুয়ারি ২০১৯ ১২:০৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০০:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: আওয়ামী লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী অক্টোবরে কাউন্সিল হবে। এর আগে কোনো কাউন্সিল হবে না।’

শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ সড়কে বিআরটিএর ভ্রাম্যমান আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এছাড়া, বিএনপির সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চলমান মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন তি‌নি।

সারাবাংলা/এসআর/জেএএম

আগাম কাউন্সিল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর