Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা পাচারকালে গুলিতে দুই রোহিঙ্গার মৃত্যু


১২ জানুয়ারি ২০১৯ ১০:২৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৩:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অনুপ্রবেশকালে বিজিবির গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। তাদের পরনে টি শার্ট ও লুঙ্গি রয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, নিহতদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিশ্চিত হওয়া গেছে তারা দুজনই রোহিঙ্গা।

তিনি বলেন, ভোরে টেকনাফের হ্নীলা এলাকায় দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে দুই পাচারকারী বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় হ্নীলা বিওপির বিজিবির একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বেড়ি বাঁধ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল গুলি বর্ষণ করে। পরে গুলিবিদ্ধ দুইজন মাটিতে পড়ে যায় এবং তাদের মৃত্যু হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হ্নীলার মইনউদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন নাফ নদীর কাছাকাছি গুলিবিদ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচায় পাওয়া যায়নি, তাদের শরীরের গুলি চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

ইয়াবা পাচারকারী মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর