Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


১২ জানুয়ারি ২০১৯ ০৮:০৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০৯:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে আছে ৬টি ফেরি। এ কারণে ঘাটের উভয় প্রান্তে ফেরি পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন আটকা পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় পদ্মা নদীর দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে এসেছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল ৭ টা ১০ মিনিট থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। যানবাহন বোঝাই ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এবং দৌলতদিয়ায় ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

সারাবাংলা/এমএইচ

ঢাকা-সাভার-পাটুরিয়া রুট পাটুরিয়া ফেরিঘাট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর