ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
১২ জানুয়ারি ২০১৯ ০৮:৪৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০৯:৫৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মাদারীপুর: মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার (১২ জানুয়ারি) ভোর ৪টা থেকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, শনিবার ভোর চারটার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌপথের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় চলাচলরত ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হলে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। এবং ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে ভোর চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে ফেরি লোড করে আছে। কুয়াশা কমলেই ছেড়ে যাবে।
সারাবাংলা/এমএইচ