Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্ত এলাকায় বাড়ছে সরিষা চাষ


১২ জানুয়ারি ২০১৯ ০৪:৩৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০৫:০১

।। সোহেল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর (হিলি): বোনাস ফসল হিসেবে সীমান্ত এলাকা হিলিতে দিন দিন বাড়ছে সরিষার চাষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা হলুদ ফুলে ঢেকে আছে সেখানকার বিস্তীর্ণ মাঠ। সরিষা জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সীমান্ত এলাকার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলনের আশায় কৃষকেরা।

রোপা আমনের ফসল ঘরে তোলার পর সীমান্ত এলাকার মাঠের জমিগুলো পতিত থাকতো। বর্তমানে সরকারি বিভিন্ন উদ্যোগেরে কারণে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বিনামূল্যে সার, বীজ প্রদান করায় এই এলাকায় বোনাস ফসল হিসেবে দিন দিন সরিষা চাষ বাড়ছে।

ইতোমধ্যে বেশ কিছু জমিতে ভালো ও উন্নত জাতের সরিষা দানা বেঁধে ফেলেছে। আগাম জাতের ধান কাটার পর আবার ওই জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।

হাকিমপুর কৃষি অফিসার শামীমা নাজনীন সারাবাংলাকে জানান, এবার হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। বারি-৯, বারি-১১, বারি-১৪, বারি-১৫ হচ্ছে নতুন জাতের সরিষা।

তিনি আরও বলেন, এই এলাকার চাষীরা এটাকে বোনাস ফসল হিসেবে গ্রহণ করেছে। আমরা কৃষকদের সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। আশা রাখি, এবার সরিষার বাম্পার ফলন পাবে উপজেলার কৃষকরা।

সারাবাংলা/এনএইচ

দিনাজপুর সরিষা চাষ হিলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর