প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব থেকে এরশাদকে অব্যাহতি
১১ জানুয়ারি ২০১৯ ২২:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ২২:৩১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্ব থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
এরআগে, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ১২ জানুয়ারি হুসেইন মুহম্মদ এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয় বারের আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধান বিরোধী দল হয় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আর এরশাদকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সারাবাংলা/এইচএ/এমএনএইচ