তেজকুনীপাড়ায় আগুন নিভেছে
১৫ জানুয়ারি ২০১৮ ১১:৫৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩২
সারাবাংলা ডেস্ক
ঢাকা: তেজকুনীপাড়া ফ্লাইওভারের নিচে একটি টিনের দোতলা ভবনে আগুন লেগেছে। সকাল ১১টা ৩০ এ এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান সারাবাংলাকে জানান, সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বেলা ১২টা নাগাত এই আগুন নিভিয়ে ফেলা হয়।
ঘটনাস্থলে থাকা সারাবাংলার সিনিয়ার ফটো সাংবাদিক হাবিবুর রহমান জানান, একটি একতলা বাড়ির উপরে টিনের ছাউনি দেওয়া দোতলায় এ আগুন লাগে। আগুনের উৎস চিলেকোঠায় গ্যাসের চুলা। উদ্ধারকারীরা সন্দেহ করছিলেন, আগুনে একটি শিশু আটকা পরেছে। তবে আগুন নেভানোর পরে সেখানে কোনো শিশুকে পাওয়া যায়নি।নিখোঁজ বাচ্চাটির নাম আরাফাত ইসলাম হৃদয় ।
সারাবাংলা/এমএ