Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল


১০ জানুয়ারি ২০১৯ ১৫:২৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৫:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, এক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল পাবে ২টি আসন।

প্রবাসীদের ভোটার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আগামি এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদেরকে ভোটার করা হবে। ৫ থেকে ৭ দিনের মধ্যে তাদেরকে ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।

সারাবাংলা/জিএস/জেএএম

ভোটের তফসিল সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর