গণতন্ত্রের সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ, দ্য ইকোনমিস্ট
১০ জানুয়ারি ২০১৯ ১৪:২৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৫:০১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বৈশ্বিক গণতন্ত্র সূচক ২০১৮-এ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বিগত বছরের তুলনায় চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৮৮তম। এর আগের রিপোর্টে যা ছিল ৯২তম।
বুধবার (৯ জানুয়ারি) লন্ডন ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট–এর ইন্টেলিজেন্স ইউনিটের বছরজুড়ে পর্যালোচনার প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণতন্ত্র চর্চায় বাংলাদেশের প্রতিবেশী ভারত ৪১তম, শ্রীলঙ্কা ৭১তম ও পাকিস্তানের অবস্থান ১১২তম। এছাড়া, যুক্তরাষ্ট্রের রয়েছে ২৫তম অবস্থানে ও যুক্তরাজ্য ১৪তম।
শীর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে খেতাব কুড়িয়েছে নরওয়ে। এরপরের দেশগুলো হলো, আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড ও ডেনমার্ক। অপরদিকে, সবচেয়ে তলানিতে রয়েছে উত্তর কোরিয়া। এছাড়া, সিরিয়া ১৬৬তম, তার আগে কঙ্গো ১৬৫তম, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ১৬৪তম ও চাদ ১৬৩তম।
১৬৭টি দেশের ওপর চালানো জরিপে বলা হয়, বাংলাদেশ রয়েছে ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ বিভাগে। অর্থাৎ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলেও তা অবাধ ও নিরপেক্ষ নয়। বিচারব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতায় ব্যতয় রয়েছে। বিরোধীদলকে চাপে রাখার চর্চা করা হয়।
পয়েন্ট ১০-এর মাপকাঠিতে বাংলাদেশ এবছর পেয়েছে ৫.৫৭ স্কোর। বিগত রিপোর্টে পেয়েছিল ৫.৪৩ পয়েন্ট।
সারাবাংলা/এনএইচ