Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনশনে অসুস্থ ১৭৭ জন শিক্ষক


১৫ জানুয়ারি ২০১৮ ১০:৩৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩২

সিনিয়ার করেসপন্ডেন্ট

ঢাকা: টানা আমরণ অনশনের ৭ম দিনে অসুস্থ শিক্ষকের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে। গতকাল রাত আটটা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৪২ জন। শিক্ষক নেতারা বলছেন, রবিবার সন্ধ্যার পর থেকে শীত আরও তীব্রতর হওয়ায়, হঠাৎ করে অসুস্থের সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে ১৯ জনকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব বলেন, কাজী মোখলেসুর রহমান সারাবাংলাকে বলেন, দাবী দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর, আমরা নিয়মতান্ত্রিক অনশন চালাচ্ছি। অসুস্থ ভাইদের কাছে পরামর্শ নিয়েছি, তারাও আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সমর্থন দিয়েছেন। আন্দোলন চালিয়ে যাবো।

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে গত ৩১ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচী শুরু করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার কয়েক হাজার শিক্ষক। পরে তা আমরণ অনশনে রূপ নেয়। গতকাল (১৪ জানুয়ারি) টানা ৬ দিনের আমরণ অনশনের শিক্ষামন্ত্রীর দফতর থেকে আলোচনার জন্য ডাক আসে শিক্ষকদের। তবে সারাদিন দফায় দফায় আলোচনা হলেও শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়ায় তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অসুস্থদের নিজস্ব উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু পরপর স্যালাইনের স্ট্যান্ড চোখে পড়ছে। একটা স্ট্যান্ডে কয়েকজনের স্যালাইনের ব্যাগ ঝোলানো রয়েছে। অসুস্থদের কেউ কেউ চোখ খুলে তাকাতে পারলেও মুখ শুকনা-বাকশক্তিহীন। হাতের সরু রগ দিয়ে শরীরে স্যালাইন প্রবেশ করছে।

রোববার দুপুরে শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে আসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমাজের হৃদয়বান ব্যক্তিরাও নিজ উদ্যোগে শিক্ষকদের সহযোগিতা করছে, তবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো চিকিৎসা সহায়তা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমইউএস/ এমএ

অনশন ইবতেদায়ী_মাদ্রাসা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর