‘৩০ তারিখের নির্বাচনে জাতি ৭০-এর নির্বাচনের মতো ঐক্যবদ্ধ হয়েছে’
১০ জানুয়ারি ২০১৯ ১২:১৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১২:১৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পুনরায় ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ৩০ তারিখের নির্বাচনে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক ১৯৭০-এ বঙ্গবন্ধুর সময়কালে যেমনটি ঘটেছিল।
নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী অনেক গুরুত্ব দিয়েছেন। দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তার সময়কালে বাংলাদেশে ব্লু-ইকোনমির উন্নয়ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন তার চাওয়া পাওয়ার কিছু নেই। তার শুধু চাওয়া সোনার বাংলা গড়ে তোলা। তাই আমরা যে যেখানে আছি দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চাই।
বিশ্বমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও এসময় জানান তিনি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ জাতির কাছে। বঙ্গবন্ধু এই দিনে দেশে ফিরেন। তার দেশের ফেরার মধ্য দিয়েই স্বাধীনতায় পরিপূর্ণতা পায় বাংলাদেশ।
এর আগে, বক্তব্যের শুরুতে মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এনএইচ