ডিআর কঙ্গোর নির্বাচনে বিরোধী ফেলিক্স বিজয়ী
১০ জানুয়ারি ২০১৯ ১০:৩৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১০:৪১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
হাড্ডাহাড্ডি লড়াই করে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধীদলের ফেলিক্স তাসহিসকেদি। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কঙ্গোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
দেশটির নির্বাচন কমিশনের প্রধান কর্নেইলো নাঙ্গা বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া তাসহিসকেদি ৩৮% ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৮ শতাংশ।
ফেলিক্স তাসহিসকেদির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন, কোয়ালিশন সরকারের এমানুয়েল সাডারে ও অন্য বিরোধী নেতা মার্টিন ফাউলু।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ফেলিক্স তাসহিসকেদি পেয়েছেন ৭ মিলিয়ন ভোট, মার্টিন ফাউলু ৬.৪ মিলিয়ন ভোট ও এমানুয়েল সাডারে পেয়েছেন ৪.৪ মিলিয়ন ভোট।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কঙ্গোর বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ১৮ বছর পর অব্যাহতি নিচ্ছেন।ফেলিক্সের বিজয় দেশটির স্বাধীনতার পর প্রথমবারের মতো কোন বিরোধীদলের প্রেসিডেন্ট হবার ঘটনা।
নির্বাচিত ফেলিক্স দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন বলে বিজয়ী ভাষণে জানিয়েছেন। ডিআর কঙ্গো ১৯৬০ সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
সারাবাংলা/এনএইচ