Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ৬ রাষ্ট্রের অভিনন্দন


৯ জানুয়ারি ২০১৯ ২০:০৪ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৯ ২১:০৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপ, সিঙ্গাপুর, মিয়ানমার, নিকারাগুয়া, ভিয়েতনামের ও লেবাননের রাষ্ট্রপ্রধানগণ। এছাড়া  বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বুধবার (৯ জানুয়ারি) জানান, চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহও। বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। বার্তায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। লি লুং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনাও করেন।

প্রেস সচিব আরও জানান, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।

এছাড়া মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুঁয়েন চুয়ান ফাক ও লেবাননের প্রধানমন্ত্রী পৃথক পৃথক বার্তায় চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/এমআই

পাঁচ রাষ্ট্র প্রধানের অভিনন্দন শেখ হাসিনা

বিজ্ঞাপন

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২৪ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর