Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়া-টঙ্গী-উত্তরায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন


৯ জানুয়ারি ২০১৯ ১৬:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া অসন্তোষ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে গাজীপুরের আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আট প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন সীমান্তরক্ষী বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা।

তিনি বলেন, বিজিবি সদস্যদের সাময়িকভাবে মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় তাদের এসব এলাকা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। প্রশাসন যতক্ষণ চাইবে, ততক্ষণ বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

আরও পড়ুন- আশ্বাস মানতে রাজি না, পোশাক শ্রমিকদের অবরোধ চলছেই

উল্লেখ্য, বকেয়া বেতন পরিশোধসহ সরকার নির্ধারিত কাঠামোতে বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া এবং ঢাকার উত্তরা ও সাভার এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গত চার দিন ধরে বিক্ষোভ করে আসছেন। এরই মধ্যে মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে শ্রমিকদের দাবি নিয়ে আড়াই ঘণ্টাব্যাপী ব্ঠৈক করেন বাণিজ্যমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, শ্রমিকদের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। আগামী একমাসের মধ্যে পোশাক শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় ওই বৈঠকে। তবে শ্রমিকরা সে আশ্বাসে আস্থা রাখতে পারেননি। বুধবার চতুর্থদিনের মতো তারা নিজ নিজ এলাকায় বিক্ষোভ করছেন।

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, গত বছরের নভেম্বরেই তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছিল। সে সময় বলা হয়েছিল, ডিসেম্বর থেকে নতুন কাঠামোতে বেতন-ভাতা কার্যকর হবে এবং জানুয়ারিতেই তা হাতে পাবেন শ্রমিকরা। তবে এখনও তা কার্যকর করা হয়নি। মঙ্গলবার ফের একমাসের সময় নিয়ে আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হবে, এমন ভরসা তারা পাচ্ছেন না। সে ক্ষেত্রে সরাসরি কারখানার মালিক পক্ষের লিখিত প্রতিশ্রুতি দাবি করছেন পোশাক শ্রমিকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

পোশাক শ্রমিকদের বিক্ষোভ বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর