Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় শিশু হত্যা: গ্রেফতার ২


৯ জানুয়ারি ২০১৯ ১০:২৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৯ ১০:৩৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর ডেমরায় একটি বাসার খাটের নিচ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, প্রতিবেশী মোস্তাফ ও মোস্তফার খালাতো ভাই আজিজুল।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তাদের ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, বুধবার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: ডেমরায় ২ শিশু হত্যার ঘটনায় মামলা

এর আগে, সোমবার (৭ জানুয়ারি) রাতে ডেমরার শাহজালাল রোডস্থ এসি গলির আবুল হোসেনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া গোলাম মোস্তফার কক্ষ থেকে শিশু নুশরাত (৪) ও দোলার (৪) লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডেমরা থানায় দুই শিশু নুশরাতের বাবা পলাশ ও দোলার বাবা ফরিদুল বাদী হয়ে মামলা করেন।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

ডেমরা দুই শিশু হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর