Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


৮ জানুয়ারি ২০১৯ ২৩:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরগুনা: বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নর কামরাবাদ এলাকায় বাদশা মৃধা (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে কামরাবাদ এলাকায় এ ঘটনা।  বাদশা কামরাবাদ এলাকার সোহরাব মৃধার ছেলে।

পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে কামরাবাদ স্টেশন থেকে সাত আটজনের একদল দুর্বৃত্ত বাদশাকে ডেকে  নিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা বাদশাহকে ফেলে রেখে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্বজনরা জানান, বাদশা জেলা যুবলীগের সদস্য ছিলেন। রাজনৈতিক মতাদর্শগত বিরোধীতার জেরে সৃষ্ট শত্রুতায় প্রতিপক্ষ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলেছে পরিবারের স্বজনেরা অভিযোগ করেন।

বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. শাকিল জানান, নিহতের দুই হাত কেটে ফেলা হয়েছে। এ ছাড়াও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে। শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।

সারাবাংলা/এসএমএন

বরগুনা যুবলীগ নেতাকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর