Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএমবি’র উত্তরবঙ্গের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ৪


৮ জানুয়ারি ২০১৯ ১৮:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির উত্তরবঙ্গের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ওরফে ফুয়াদ ওরফে নিয়াজসহ (২২) তার তিনজন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোজাম্মেল হক।

র‌্যাব-১৩ এর অধিনায়ক জানান, গ্রেফতার আব্দুর রহমান বিশ্বাস কুড়িগ্রামের চিলমারী উপজেলার ভাটিয়ার চর গ্রামের মাওলানা আবুল কাশেমের ছেলে। অপর তিনজন জেএমবি সদস্য হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডোমা বাঘা গ্রামের আকবর আলীর ছেলে আখিনুর ইসলাম (২৩), রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ডাংগাপাড়া চৌধুরী পাড়া গ্রামের মৃত ঈমান উদ্দিনের ছেলে লোকমান আলী ওরফে কোরবান (৫৫) ও একই উপজেলার মন্ডলপাড়া গ্রামের মৃত মতিয়ার মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৮)।

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, সোমবার রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহমান বিশ্বাস জেএমবির আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল কাশেমের ছেলে। মাওলানা আবুল কাশেম কাউন্টার টেরোরিজম ইউনিট কর্তৃক ২০১৭ সালের মার্চ মাসে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার হওয়ার পর আব্দুর রহমান বেশি সক্রিয় হয়ে উঠে। তখন থেকেই উত্তরবঙ্গের জেএমবির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমগ্র উত্তরবঙ্গে জেএমবির বিভিন্ন কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানা যায়। তারা সংগঠনকে চাঙা রাখতে বিভিন্ন লোকজনকে ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ সাহায্য নিত। যা দিয়ে তারা সংগঠন চালানোর কাজ করে থাকে। এছাড়া তারা এলাকাভিত্তিক নতুন সদস্য সংগ্রহ, সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য পরিকল্পনার কথাও স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচআর/এমএইচ

জেএমবি আটক জেএমবি সদস্য রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর