মাদারীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
৮ জানুয়ারি ২০১৯ ১৬:১৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৬:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় পানিতে ডুবে কানিজ (৩) ও রুশান(৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা সম্পর্কে মামাতো- ফুফাতো ভাইবোন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, জেলার কালকিনি উপজেলার পৌরসভার চর ঝাউতলা এলাকার কামাল বেপারীর মেয়ে কানিজ ও কাইয়ুম সরদারের ছেলে রুশান খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির কোথাও তাদেরকে দীর্ঘক্ষণ না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্দেহ হলে পুকুরে খুঁজতে নামে পরিবারের লোকজন। পরে মৃত অবস্থায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
মৃত কানিজের বাবা কামাল বেপারী জানান, খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায় ওরা। ৩টার দিকে পানি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান, দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল ওরা। ধারণা করা হচ্ছে, একজন পানিতে পরে গেলে তাকে ধরতে গিয়ে অন্যজন পানিতে ডুবে যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ