Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সততা, দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে চাই: বিমান প্রতিমন্ত্রী


৮ জানুয়ারি ২০১৯ ১৬:১০

মাহবুব আলী, ফাইল ছবি

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন ও সামনের দিকে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী  মাহবুব আলী। মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, বিমান ও পর্যটন খাতে দৃশ্যমান অগ্রগতির জন্য কাজ করতে চাই। বিমানের স্লোগান ‘আকাশে শান্তির নীড়’ এটা যাতে মানুষ বিশ্বাস করে সে লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মানুষ বিমান ব্যবহার করতে চায়। তাদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। মানুষ বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায়।

কি চ্যালেজ্ঞ আছে জানতে চাইলে মাহবুব আলী বলেন, কি কি সমস্যা আছে তা চিহ্নিত করে পদক্ষেপ নেয়া হবে। আমাদের দেশ পর্যটনের সম্ভাবনা আছে বলেও এসময় জানান তিনি।

হবিগঞ্জ-৪ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাহবুব আলীকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচএ/এনএইচ

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর