ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ফেব্রুয়ারিতে
৮ জানুয়ারি ২০১৯ ১৫:৪২ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৬:২৬
।। সারাবাংলা ডেস্ক।।
চট্টগ্রাম ব্যুরো: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) প্রথম সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। ফেব্রুয়ারিতে এই সমাবর্তন হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম নগরীর খুলশিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ সমাবর্তন। তবে সমাবর্তনের সুনির্দিষ্ট সময় সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইডিইউ গ্র্যাজুয়েটরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
নির্ধারিত সময়ের মধ্যে http://convocation.eastdelta.edu.bd ওয়েবসাইটে লগইন করে রেজিস্ট্রেশন করা যাবে। সমাবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এমএইচ