Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের চ্যালেঞ্জ হবে সুবিচার নিশ্চিত করা: আইনমন্ত্রী


৮ জানুয়ারি ২০১৯ ১৫:১৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৫:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এই মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হবে সুবিচার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা। তবে আমাদের কিছু কিছু সমস্যা আছে—সেগুলো নির্ধারণ করে সমাধানের চেষ্টা করবো।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথমদিন নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

গত মেয়াদে আমাদের অনেকগুলো পদক্ষেপ ছিল। সেগুলো আরও জোরদার ও সুদৃঢ় করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমি একটি কথা বলতে চাই, গতবার আমাদের মন্ত্রণালয়ের দুটো বিভাগই আমাকে সহযোগিতা করেছে। যার ফলে অনেক কাজই করা সম্ভব হয়েছে। গতবারের অভিজ্ঞতার আলোকে বাকি কাজগুলো এগিয়ে নিতে চাই।’

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনা অসম্ভব নয়, তবে কঠিন। এটা নিয়ে আমরা কাজ করেছি। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা কঠিন হওয়ার কারণ আছে। আর সেটা হলো ৭৫ সালে বঙ্গবন্ধুকে খুনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের বাইরে পাঠানো হয়েছে। দেশেও অনেককে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনারা জানেন, ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মূখ্যসচিব বিমানবন্দরে গিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিমের স্ত্রীর মরদেহ গ্রহণ করেছে।’

‘এরপর ২০০৯ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। আমরা ফিরিয়ে আনতে পারিনি, ব্যর্থ হয়েছি এটা ঠিক নয়। আমরা একটা প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করেছি। তবে এ প্রক্রিয়া অনেক বেশি দীর্ঘ হবে। আর এসব খুনি কোথায় আছেন তাদের শনাক্ত করাও একটু কঠিন হবে। তবে বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে কারা দায়ী তাদের শনাক্তে আমরা কমিশন গঠনের চেষ্টা করবো।’—বলেন আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এমএইচ/এমআই

আইনমন্ত্রী সচিবালয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর