পাটের ব্র্যান্ডিংয়ে বহুমুখী চেষ্টা চালাবো: বস্ত্র ও পাটমন্ত্রী
৮ জানুয়ারি ২০১৯ ১৪:৪১ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৪:৫৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পাটকে বহুমুখী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, ‘এজন্য পাটের ব্র্যান্ডিং করতে হবে। যে পাট নিয়ে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ হয়েছে, সেই পাটের ব্র্যান্ডিং করতে বহুমুখী চেষ্টা চালাবো।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘পাট ও বস্ত্র খাত নিয়ে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। পাট আমাদের পুরনো সেক্টর। আর বস্ত্র নতুন। বস্ত্র নিয়ে এরই মধ্যে আমরা সারা বিশ্বে পরিচিত হয়েছি। এটি এখন আমাদের ১ নম্বর রফতানি পণ্য।’
নিজ মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত গাজী দস্তগীর
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এখন আমাদের পাট সেক্টরকে দাঁড় করাতে হবে। তার কারণ পাটের জন্যই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। পশ্চিম পাকিস্তানিরা এই পাট বিক্রি করে অর্থ নিয়ে চলে যেত। এই সেক্টরকে এখন আধুনিক করতে হবে।’
এ সময় একাত্তরের স্মৃতিচারণ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বাংলাদেশ উন্নতিতে পাকিস্তানকে ছাড়িয়ে যাবে, এমনটি চিন্তাও করিনি। বঙ্গবন্ধু ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নতিতে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।’ তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি শিল্পের সঙ্গে যুক্ত। আমার আদি উত্থান শিল্পের সঙ্গে। এটাও যেহেতু শিল্প, তাই এটাকে এগিয়ে নিয়ে যাবো।’
২০৪১ সালের আগেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা তার টার্গেট উল্লেখ করেন মন্ত্রী বলেন, ‘সেই টার্গেটকে সামনে রেখে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করে যাবো। এটাই আমার চ্যালেঞ্জ।’
এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে আসেন। এ সময় সাবেক মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক নতুন মন্ত্রীকে নিজ চেয়ারে বসিয়ে দেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।
সারাবাংলা/এজেডকে/জেএএম/এমএনএইচ