Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০৩৩ সালে বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির ২৪তম শক্তি’


৮ জানুয়ারি ২০১৯ ১৪:১৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ২০:৩৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বাংলাদেশ ২০৩৩ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির ২৪তম বৃহৎ শক্তি হয়ে উঠতে পারে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। সোমবার (৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা জানানো হয়।

সিইবিআর তাদের প্রতিবেদনে উল্লেখ করে, গত বছর বিশ্বের ১৯৩ দেশের মধ্যে অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ছিলো ৪৩তম। চলতি বছর দু ধাপ এগিয়ে দেশটি ৪১ তম অর্থনৈতিক শক্তিতে উন্নীত হয়েছে। আশা করা যায়, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০১৮ সাল থেকে ২০৩৩ সাল পর্যন্ত ৭ শতাংশ হারে অব্যাহত থাকবে। সে হিসেবে বাংলাদেশ ২০৩৩ সালে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

এর মধ্যে ২০২৩ সালের মধ্যে ৩৬তম, ২০২৮ সালের মধ্যে ২৭তম অর্থনীতির স্থান দখল করবে দেশটি।

রিপোর্টে আরও বলা হয়, অন্য যেসব এশিয়ার দেশ এই সময়ে অর্থনীতিতে ভালো করবে সেগুলো হলো, দক্ষিণ কোরিয়া  বিশ্বের সম্ভাব্য ১০ম বৃহৎ অর্থনীতি, ইন্দোনেশিয়া ১২তম, থাইল্যান্ড ২১তম, ফিলিপাইন ২২তম, মালয়েশিয়া ২৫তম।

বাংলাদেশ, বিশ্ব অর্থনীতি,

বাংলাদেশের এই অর্থনৈতিক উত্থানের পেছনে অবদান হিসেবে উল্লেখ করা হচ্ছে, গার্মেন্টস পণ্য রপ্তানি, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, ভারতের বাজারে শুল্ক মুক্ত সুবিধা, দেশের অভ্যন্তরে মধ্যবিত্ত বা ভোক্তা শ্রেণির উত্থান।

তবে বাংলাদেশের এসব অর্জনের ক্ষেত্রে দুর্নীতি প্রধান বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনটিতে। বলা হয়, দেশটি অর্থনীতির আধুনিকীকরণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। তবে চ্যালেঞ্জ হিসেবে রয়েছে, চরম দুর্নীতি ও জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা।

বিজ্ঞাপন

প্রতিবেদনটিতে সরকার পরামর্শ দেওয়া হয়, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ও রাজস্ব আয়ের ক্ষেত্রসমূহ বাড়াতে।

সিইবিআর বিশ্ব অর্থনীতির প্রতি ইঙ্গিত দিয়ে বলে, এ সময়ে যুক্তরাষ্ট্রকে টপকে চীন বিশ্বের শীর্ষ অর্থনীতির মর্যাদা দখল করবে। এছাড়া, ২০৩৩ সালের মধ্যে বিশ্বের শীর্ষ অর্থনীতির ৫টি দেশের ৩টিই হবে এশিয়ার। দেশগুলো হলো, চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও জার্মানি।

সারাবাংলা/এনএইচ

বাংলাদেশ বিশ্ব অর্থনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর