ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে: ভূমিমন্ত্রী
৮ জানুয়ারি ২০১৯ ১৪:৫৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৯ ১৫:০০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সারাদেশের ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনার ঘোষণা দিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘যাদের সমস্যা আছে তাদের চলে যেতে হবে। নইলে ভালোভাবে কাজ করতে হবে।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মান ও কাজের গতি বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে টিমওয়ার্কের মাধ্যমে সেবা বাড়ানো।’
এ ছাড়া ভূমি অফিস থেকে দুর্নীতি দূর করতে দুই বছরের মধ্যে সারাদেশের ভূমি অফিসগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এইচএ/এমআই